মির্জাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মির্জাপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে পানিতে ডুবে ফাতেমা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ফাতেমা পাকুল্যা গ্রামের দিপু মিয়ার মেয়ে বলে জানা গেছে।
জানা গেছে, সকালে বাড়ির পাশে নানা বাড়িতে যায় ফাতেমা। নানার বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করতে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে যায় সে। খোঁজাখুজির পর পানি থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. লিটন কুমার সাহা বলেন, সকালে পানিতে পড়া একটি শিশুকে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসে। কিন্ত তারও অনেক আগেই মারা যায় বলে তিনি জানিয়েছেন।
No comments