গোপালপুরে এম হোসেন আলী চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকী পালিত - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    গোপালপুরে এম হোসেন আলী চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকী পালিত

    মো: সেলিম হোসেন, গোপালপুর:

    বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়ন পরিষদের ৭ বারের নির্বাচিত চেয়ারম্যান মরহুম এম হোসেন আলীর প্রথম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। 

    গোপালপুরে এম হোসেন আলী চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকী পালিত

     

    শুক্রবার (২১জুলাই) বিকালে এম হোসেন আলী স্মৃতি পরিষদের আয়োজনে নগদা শিমলা ইউনিয়নের বনমালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এম হোসেন আলী ছিলেন অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। 

    গত বছর ২৫জুন শনিবার রাত দেড়টার দিকে ঢাকাস্থ ল্যাবএইড হাসপাতালে চিকাৎসাধীন অবস্থায় ৮৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। নগদা শিমলা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে এমপি পদপ্রার্থী গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু। 

    বক্তব্য রাখেন পৌর সভার মেয়র রকিবুল হক ছানা, উপজেলা আওয়ামী লীগের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলকিস জাহান, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক জিএস শেখ ফেরদৌস ওয়াহিদ রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুর রহমান বিমান, মরহুম হোসেন আলীর মেয়ে হোসনেয়ারা কামনা, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী হাসনা হেনা প্রমূখ। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728