টাঙ্গাইলে ডিবি পুলিশের অভিযানে ৫ হাজার ইয়াবাসহ নারী আটক - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    টাঙ্গাইলে ডিবি পুলিশের অভিযানে ৫ হাজার ইয়াবাসহ নারী আটক

    রাইসুল ইসলাম লিটন :

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) দক্ষিণ।
    টাঙ্গাইলে ডিবি পুলিশের অভিযানে ৫ হাজার ইয়াবাসহ নারী আটক

     
     
    আটককৃত ওই নারী নাম—মোসা. সুলতানা আক্তার (৩০)। তিনি ময়মনসিংহের গৌরিপুর উপজেলার বীর পশ্চিমপাড়া গ্রামের মৃত মিরাজের মেয়ে। তার স্বামীর নাম মো. নুরুল হক। তিনি বর্তমানে বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর গ্রামে বসবাস করতেন।

    ডিবি জানায়, টাঙ্গাইল  দক্ষিণ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ রোববার(১৬ জুলাই) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলা এলাকায় মাদকদ্রব্য অভিযান পরিচালনা করেন।এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকার মায়া হোটেলের সামনে থেকে সুলতানা আক্তার নামের ওই নারী মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫ হাজার পিস আনুমানিক(১৫ লক্ষ) টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
     
    তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728