মির্জাপুরে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত
মির্জাপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা জাতীয় পাটি এ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সাবেক ভিপি আবু আহমেদ।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবুল কাশেম, যুগ্ম আহবায়ক ছিবার উদ্দিন, হারুন অর রশিদ, নাজিম উদ্দিন, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আব্দুল গণি মিয়া প্রমুখ। পরে হুসাইল মুহাম্মদ এরশাদের আত্মার শান্তি ও জাতীয় পার্টির সাফল্য কামনা করে মোনাজাত করা হয়।
No comments