সখীপুরে মাঠ রক্ষায় মানববন্ধন - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    সখীপুরে মাঠ রক্ষায় মানববন্ধন

    তাইবুর রহমান:



    টাঙ্গাইলের সখীপুরে ঐতিহ্যবাহী খেলার মাঠ রক্ষায় মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি করেছে আনারকলি যুব সংঘ ও এলাকাবাসী। 
    সখীপুরে মাঠ রক্ষায় মানববন্ধন

     

    শনিবার (১৫ জুলাই) সকাল ১১টায় সখীপুর-কালিদাস সড়কের পৌর এলাকার আনারকলি মাঠের সামনে এ কর্মসূচি পালিত হয়। 

    আনারকলি যুব সংঘের সভাপতি বাদশা মিয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলার পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, সিনিয়র শিক্ষক ফজলুল হক, সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজীব, আয়নাল হক, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক হাবিবুন্নবী সোহেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর্জা শরিফ প্রমুখ। 

    উল্লেখ,  আনারকলি মাঠ দখল করে স্থানীয় প্রভাবশালীদের নেতৃত্বে গত ৪মাস আগে ক্ষুদ্র কুটিরশিল্প নামে একটি মেলা পরিচালিত হয়।  দীর্ঘদিন ওই খেলার মাঠটি বন্ধ থাকায় অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় লোকজন ফুঁসে ওঠে। 

    বক্তরা বলেন, আনারকলি একটি ঐতিহ্যবাহী মাঠ। স্মৃতি বিজরিত ওই মাঠে খেলাধুলার ঐতিহ্য ধরে রাখতে ১৯জুলাই মধ্যে মাঠে পড়ে থাকা ঐ মেলা সরাঞ্জামাধি সরিয়ে নেয়ার সময় সীমা বেঁধে দেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728