টাঙ্গাইলে বেড়াতে গিয়ে নিহত হলো দুই বন্ধুসহ ৩ জন
রাইসুল ইসলাম লিটন :
টাঙ্গাইলে
ঈদে বেড়াতে গিয়ে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুসহ প্রান গেল
ব্যাটারি চালিত অটোরিকশার চালকসহ তিন জনের। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছে।
শুক্রবার বিকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার
এলেঙ্গাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, ব্যাটারি
চালিত অটোরিকশার চালক মো. বাবু মিয়া (৩৫)। তিনি টাঙ্গাইল শহরের দক্ষিণ
কলেজপাড়া মহিষখোলা এলাকার শাহজাহান মিয়ার ছেলে। অপর দুই বন্ধু হচ্ছেন, একই
এলাকার আতোয়ার মিয়ার ছেলে মো. আওয়াল মিয়া (১৭), আব্দুর রিপনের ছেলে মো. ফকর
(১৬)।
নিহত আওয়াল মিয়ার মামা রায়হান মিয়া জানান, ঈদ
উপলক্ষে ওরা বন্ধুরা ১১ জন মিলে ঘুরতে বের হয়েছিলো। ওদের অটোরিকশার সাথে
বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল
হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালকসহ তিন জনকে মৃত ঘোষণা
করেন। গুরুত্বর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য পাঁচ জনকে ঢাকায় পাঠানো
হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ
হাসান জানান, গোপালপুরের দ্রুতগামী পরিবহনের একটি বাস ঢাকা থেকে গোপালপুরের
দিকে যাচ্ছিলো। ওই বাসটি এলেঙ্গা পৌঁছালে ব্যাটারি চালিত একটি অটোরিকশার
সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে গিয়ে বাস পাওয়া যায়নি। তবে অটো পুলিশ
হেফাজতে রাখা হয়েছে।
No comments