বাসাইল পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রশাসনের সঙ্গে প্রার্থীদের মতবিনিময় - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইল পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রশাসনের সঙ্গে প্রার্থীদের মতবিনিময়

    বাসাইল প্রতিনিধি:


    টাঙ্গাইলের বাসাইল পৌরসভার সাধারণ নির্বাচন-২০২৩ উপলক্ষে জেলা প্রশাসনের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বাসাইল পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রশাসনের সঙ্গে প্রার্থীদের মতবিনিময়


    ৬ জুন মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

    বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও টাঙ্গাইল ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন, সহকারি পুলিশ সুপার সখীপুর সার্কেল এম এম রকীব উর রাজা, বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মনি শংকর রায়, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা।

    বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বাসাইল পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ (প্রতীক নৌকা), কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত প্রার্থী রাহাত হাসান টিপু (প্রতীক গামছা) ও স্বতন্ত্র প্রার্থী এনামুল করিম অটল (প্রতীক নারিকেল গাছ)।

    এসময় বাসাইল পৌরসভা নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী সাধারণ কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

    সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলাসহ ইভিএমে ভোটদান বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বাসাইল পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728