সখীপুরে রাস্তার কাজের উদ্বোধন
সখীপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের
সখীপুরে ৩ নম্বর গজারিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালিয়ান পাড়া
গ্রামের কুরবানী মাঠ থেকে বোরহান উদ্দিনের দোকান পর্যন্ত উন্নয়ন সহায়তা
তহবিল থেকে বরাদ্দকৃত ১লক্ষ ২৫ হাজার
টাকার ইট সলিং রাস্তার কাজের উদ্বোধন করা হয়।
আজ(১৮জুন)
রোববার সকাল ১০টার সময় এই উন্নয়ন সহায়তা তহবিলের ইট সলিং রাস্তার কাজের
উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আনোয়ার হোসেন সখীপুরী।
এসময়
উপস্থিত ছিলেন প্রেসক্লাব সহ- সভাপতি তাইবুর রহমান, ৭, ৮ ও ৯ নম্বর
ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য সুলতানা তাহেরা আখতার, ৭ নম্বর ওয়ার্ডের
ইউপি সদস্য মোহাম্মদ মজিবুর, ৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি
মুক্তিযোদ্ধা মজিবর রহমান, সরবেশ আলী, শামছুল হক, হালিম মিয়া, বেলাল
হোসেন, আতোয়ার রহমান, কামরুজ্জামান বাবুল, কিসমত আলী, রেজাউল করিম, মারফত
আলী, আলম মিয়া, আশিক প্রমূখ।
No comments