মেধাবীদের শীর্ষে সখীপুরে সাব্বির হাসান জয়
সখীপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের
সখীপুরে সাব্বির হাসান জয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মেধাবীদের
শীর্ষে অবস্থান । সে একাধারে মেডিকেলে, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি
(IUT)তে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং বুয়েটে ভর্তি পরীক্ষায় শীর্ষ তালিকায়
তার অবস্থান রয়েছে ।
সাব্বির হাসান জয় উপজেলার
কচুয়া গ্রামের শাহীন এবং সাবিনা দম্পতির প্রথম সন্তান। । সাব্বির সখীপুর
শাহীন স্কুল এন্ড কোচিং সেন্টার হতে জেএসসি পরীক্ষায় জিপিএ
ফাইভসহ বৃত্তিপ্রাপ্ত হয় । ২০২০ সালে এসএসসি পরীক্ষায় পাহাড় কাঞ্চনপুর,
বি এফ শাহীন স্কুল এন্ড কলেজ থেকে উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে
গোল্ডেন এ প্লাস পায় । পরে সে নটরডেম কলেজে ভর্তি হয়ে গত ২০২২ সালের
এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পায়। তারপর সে ভর্তি যুদ্ধে একাধারে
বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিতে থাকে।
শহীদ
তাজউদ্দীন মেডিকেল কলেজ, গাজীপুরে (১৩৩২তম), ঢাকা বিশ্ববিদ্যালয়ে (১৬৪তম)
ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি IUTতে (৬৪তম) এবং বুয়েটে (৫৬ তম)স্থান
অধিকার করে ।
তার জীবনের স্বপ্ন সে বুয়েটে পড়াশোনা করে ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় ।
সাব্বিরের
বাবা শাহনুজ্জামান শাহিন বলেন, আমার ছেলে বুয়েটে পড়াশোনা করে
সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে এটা তার স্বপ্ন। সে বুয়েটে ভর্তি পরীক্ষায়
চান্স পেয়েছে এ জন্য আমি মহান আল্লাহতালার কাছে কৃতজ্ঞ এবং আমার ছেলের
জন্য সকলের কাছে দোয়া চাই ।
No comments