ভূঞাপুরে বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিলো দুইজনের প্রাণ - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    ভূঞাপুরে বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিলো দুইজনের প্রাণ

     

    নিজস্ব প্রতিবেদক:

    টাঙ্গাইলের ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ ২ জন নিহত ও একজন আহত হয়েছে। শুক্রবার (২ জুন) বিকেল সাড়ে ৪ টার দিকে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের চিতুলীয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালিহাতী উপজেলার জাবরাজান গ্রামের আফজাল হোসেনের ছেলে মোটরসাইকেল চালক শিশির (২০) ও রুহুলী গ্রামের আনতাজ আলী (৬৫)।



    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই যুবক মোটরসাইকেযোগে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে ভূঞাপুরের দিকে যাচ্ছিল। তাদের মোটরসাইকেলটি চিতুলীয়া চিতুলীয়াপাড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পথচারি আনতাজ আলীকে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলটি গাছের সাথে ধাক্কা লাগে। 

    ভূঞাপুরে বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিলো দুইজনের প্রাণ

    এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শিশির নিহত হয়। অপর মোটরসাইকেল আরোহী ও পথচারীকে স্থানীয়রা উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথচারী আনতাজ আলীর মৃত্যু হয়। অপরজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


    ভূঞাপুর থানার ফরিদুল ইসলাম জানান, মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং মরদেহ হাসপাতালে রয়েছে। আরেকজনের অবস্থা গুরুতর। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728