মধুপুরে হেরোইনসহ ২ মাদক কারবারী গ্রেফতার
মধুপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর পৌরসভা মালাউড়ি মহাসড়কে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন ধলপুর গ্রামের মাহির উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (২৮) ও হলুদিয়া গ্রামের সাহেব আলীর ছেলে আব্দুল মান্নান (৪০)। তারা দুজনই মধুপুর উপজেলার বাসিন্দা।
মধুপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম ওজনের ২টি হেরোইন পাওয়া গেছে। এর বর্তমান বাজার মূল্য ১ লাখ টাকা। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মধুপুর থানায় মামলা দায়ের করে তাদরকে টাঙ্গাইলের আদালতে পাঠানো হয়েছে।
No comments