মির্জাপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল উদ্বোধন
মো. জাহাঙ্গীর হোসেন: টাঙ্গাইলের মির্জাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ-১৭ (বালক) উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, উয়ার্শী ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম মল্লিক, ভাওড়া ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।
উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে উয়ার্শী ইউনিয়ন একাদশ ভাওড়া ইউনিয়ন একাদশকে এক গোলে পরাজিত করে। পরে বাঁশতৈল ইউনিয়ন একাদশ বনাম লতিফপুর ইউনিয়ন একাদশের মধ্যে অপর খেলা অনুষ্ঠিত হয়। খবর পাঠানো সময় পর্যন্ত খেলা চলছিল।
খেলায় উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌরসভার ২টি দলসহ ১৬ টি দল অংশ নিবে বলে জানান ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
No comments