বাসাইলে নতুন মেয়র রাহাত হাসান টিপুকে বিশাল গণসংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলে বাসাইল পৌরসভার সদ্যনির্বাচিত মেয়র রাহাত হাসান টিপুকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের এ গণসংবর্ধনা আয়োজন করে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, বিশেষ অতিথি বক্তব্য রাখেন কৃষক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতিক। অনুষ্ঠান সভাপতিত্ব করেন বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি মোঃ মোস্তফা মিয়া।
এ সময় প্রধান অতিথীর বক্তব্যে কাদের সিদ্দিকী বাসাইল পৌরসভার নির্বাচন অবাধ নিরাপক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ অনুষ্ঠিত হওয়ায় নির্বাচন কমিশনের প্রশাংসা করে বলেন এমন নির্বাচনে আমরা হাড়লেও খুশি হইতাম জিতলে আরও খুশি হয়েছি। নবনির্বাচিত মেয়র রাহাত হাসান টিপু বলেন প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সহযোগিতা নিয়ে পৌরবাসীর জীবন মানের উন্নয়নে এক সাথে কাজ করে যাবো। আমি কৃষক শ্রমিক জনতা লীগের মেয়র নই। বাসাইল পৌরসভার সর্বস্তরের জনতার মেয়র হিসেবে পৌরসভাবা সার্বিক উন্নয়নে কাজ করে যাব।
No comments