টাঙ্গাইলে সরকারি শিশু পরিবার বালিকায় ঈদ উপহার বিতরণ
রাইসুল ইসলাম লিটন:
টাঙ্গাইলের সরকারি শিশু পরিবার বালিকায় বসবাসকারীদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন জামা-কাপড় বিতরণ করা হয়েছে। বুধবার(২৮ জুন) সকালে শহরের সরকারি শিশু পরিবার বালিকা প্রাঙ্গণে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শাহ আলম, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার দীপ ভৌমিক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবে সভাপতি জাফর আহমেদ, সরকারি শিশু পরিবার বালিকার উপ-তত্ত্বাবধায়ক তানিয়া আক্তার প্রমুখ।
এ সময় সরকারি শিশু পরিবার বালিকায় বসবাসকারী ৯১ জনকে ঈদ উপহার হিসেবেনতুন জামা-কাপড় দেওয়া হয়।
No comments