‘’ মির্জাপুরে গরীব দুস্থ ও হতদরিদ্রদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান
মো. জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর:
টাঙ্গাইলের মির্জাপুরে গরীব, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতায় আমরা সংগঠনের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মির্জাপুর উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামে সমাবেশের আয়োজন করা হয়।
মানবতায় আমরা সংগঠনের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ লিটনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, সহসভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, সোহেল রানা, বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ ছাদু প্রমুখ।
মানববতায় আমরা সংগঠনের চেয়ারম্যান আবুল কালাম আজাদ লিটন জানান, উপজেলা ৭ জন প্রতিবন্ধিকে হুইল চেয়ার ও ৮ জন নগদ আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
সভায় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মানবতায় আমরা সংগঠনের সহ¯্রাধিক কর্মী উপস্থিত ছিলেন।
No comments