টাঙ্গাইলে চাউলের দোকানে দুর্ধর্ষ চুরি - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    টাঙ্গাইলে চাউলের দোকানে দুর্ধর্ষ চুরি

    রাইসুল ইসলাম লিটন:

    টাঙ্গাইল শহরের দিঘুলীয়া এলাকায় চাউলের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার ভোরে দিঘুলীয়া-সাকরাইল সড়কের কালিপুর এলাকার মেসার্স এস এম ট্রেডার্সে এ চুরির ঘটনা ঘটে। 

    টাঙ্গাইলে চাউলের দোকানে দুর্ধর্ষ চুরি
     

    বৃহস্পতিবার দুপুরে মেসার্স এস এম ট্রেডার্সের প্রোপাইটর মো. আ. সালাম মিয়া বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 


    লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার রাতে সালাম মিয়া দোকান তালা দিয়ে বাড়ি চলে যান। রাতের কোন এক সময় দোকানের তালা কেটে ও সার্টার ভেঙে দোকানে প্রবেশ করে ২৫ কেজি ওজনের ১৯৪ বস্তা চাউল ও ড্রয়ার থেকে ৩৫ হাজার টাকা নিয়ে যান। সব মিলিয়ে প্রায় পৌনে তিন লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। ভোরে ফজরের নামাজের পর দোকানের মালিকের মাধ্যমে সালাম বিষয়টি জানাতে পারেন। ঘটনার পর টাঙ্গাইল সদর থানার এসআই রাকিবুল ইসলাম ঘটনাস্থল  পরিদর্শন করেছেন।

     অভিযোগের পর ঘটনাটি তদন্তের জন্য এসআই মো. মোরাদুজ্জামানকে দায়িত্ব দেয়া হয়েছে।
    সালাম মিয়া জানান, এ ঘটনায় আমি প্রশাসনের সহযোগিতা কামনা করি। এসআই মো. মোরাদুজ্জামান জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728