সখীপুরে দেড় কেজি গাঁজা উদ্ধার - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    সখীপুরে দেড় কেজি গাঁজা উদ্ধার

    সখীপুর প্রতিনিধি:

    টাঙ্গাইলের সখীপুরে এক কেজি পাঁচশত গ্রাম গাঁজা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

    সখীপুরে দেড় কেজি গাঁজা উদ্ধার

     মঙ্গলবার (১৩ জুন) দুপুরে উপজেলার আন্দি পূর্বপাড়া গ্রামের ওয়াসিম মিয়া নামের এক গাঁজা ব্যবসায়ীর বাড়িতে  গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালানো হয়।  

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঞ্জরুল মোর্শেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ ঘটনায় ওই গাঁজা ব্যবসায়ীর নামে নিয়মিত মামলা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি ।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঞ্জরুল মোর্শেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এক মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে দেড় কেজি পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। আমাদের উপস্থিতি বুঝতে পেরে ওই গাঁজা ব্যবসায়ী পালিয়ে যায়। এ ঘটনায় ওই গাঁজা ব্যবসায়ীর নামে মাদক আইনে মামলা দেওয়ার জন্য সখীপুর থানার পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728