ঈদের আনন্দে টাঙ্গাইলের বিনোদন কেন্দ্রগুলো ফিড়ে পেয়েছে প্রানচাঞ্চল্য - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    ঈদের আনন্দে টাঙ্গাইলের বিনোদন কেন্দ্রগুলো ফিড়ে পেয়েছে প্রানচাঞ্চল্য

    আব্দুল লতিফ

    ঈদের আনন্দে টাঙ্গাইলের বিনোদন কেন্দ্রগুলো ফিড়ে পেয়েছে প্রানচাঞ্চল্য। ঈদের ছুটিতে থাকা কর্মজীবি মানুষ ঈদের আনন্দ উপভোগ করতে পরিবার-পরিজন নিয়ে ছুটে বেড়াচ্ছেন বিনোদন কেন্দ্রগুলোতে। 
    ঈদের আনন্দে টাঙ্গাইলের বিনোদন কেন্দ্রগুলো ফিড়ে পেয়েছে প্রানচাঞ্চল্য

     
     
    টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার অন্যতম বিনোদন কেন্দ্র শাপলা শিশু পার্ক ঘুরে দেখা যায়, সকল বয়সী বিনোদন প্রেমীদের ভিড়। 
     
    শিশুরা মেতে উঠেছে বিভিন্ন প্রকারের রাইডে উঠে খেলাধুলায়।
     
    শিশুদের পাশাপাশী বড়রাও মেতেছেন আড্ডা, খোশগল্প ও সেলফি তোলাায়।  বিনোদন কেন্দ্রে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728