মির্জাপুরে সাংবাদিক নিরঞ্জন পালের বড় ভাইয়ের পরলোকগমন
মির্জাপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জনকণ্ঠ পত্রিকার নিজস্ব প্রতিনিধি নিরঞ্জন পালের বড় ভাই মনিন্দ্র পাল (৬৫) পরলোকগমন করেছেন। সোমবার রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর পালপাড়ার বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মনিন্দ্র পাল ফতেপুর গ্রামের স্বর্গীয় রামনাথ পালের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, মনিন্দ্র পাল দীর্ঘদিন ধরে ব্রেন ও হাড় ক্ষয় রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ ভাই ও ১ বোনসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকালে তাকে ফতেপুর সামাজিক শ্বশানে দাহ করা হয়।
এদিকে সাংবাদিক নিরঞ্জল পালের পরলোকগমনে শোক প্রকাশ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ ও সাধারণ সম্পাদক সোহেল মোহসীন শিপন। # মো. জাহাঙ্গীর হোসেন,
No comments