মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

     রাইসুল ইসলাম লিটন

    টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষকরা। মঙ্গলবার (১৩ জুন) সকালে শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি,বেসরকারি বৈষম্য দূরিকরণ ও মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

    মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে  টাঙ্গাইলে  মানববন্ধন

    মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. গোলাম রব্বানী, উপদেষ্টা মীর মো. আশরাফ হোসেন, জেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি বুলবুলি বেগম, সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন প্রমুখ। 


    এ সময় বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি দীর্ঘদিনের। এ বছরের জাতীয় বাজেট পাশের আগেই  আমাদের ন্যায্য দাবি মানতে হবে। অন্যথায় আগামি ১১ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা
    হবে।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728