সখীপুরে চারটি ইউনিয়নে নৌকার টিকিট পেলেন যারা
সখীপুর প্রতিনিধি:
সখীপুরে ৪ টি ইউনিয়নে ভোট হবে আগামী ১৭ জুলাই। এ ভোটকে কেন্দ্র করে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে (মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ দিনে) দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া হয়।
এ চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে ২৮ জন প্রার্থী তাদের দলীয় মনোনয়ন চেয়ে আবেদন দাখিল করেন। দলীয় হাই কমান্ড যাচাই বাছাই করে চার ইউনিয়নে চারজন প্রার্থীকে নৌকা প্রতিক দিয়ে নির্বাচনের মাঠে পাঠিয়েছে।
এরা হলেন ৫ নাম্বার হাতীবান্ধা ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন তরুণ আওয়ামিলীগ নেতা রনি আহমেদ।
৬ নাম্বার কালিয়া ইউনিয়নে দেলোয়ার হোসেন সাথী, ৯ নাম্বার হতেয়া-রাজাবাড়ি ইউনিয়নে মো. গিয়াস উদ্দিন ও ১০ নাম্বার বড়চওনা ইউনিয়নে ইউসুফ আলী ভূঁইয়া।
No comments