মির্জাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালী
মো. জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর:
টাঙ্গাইলের মির্জাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালী ও আলোচনা সভা হয়েছে। কমিউনিটি ক্লিনিক স্থাপন করে দেশের সাধারণ মানুষকে স্বাস্থ্য সেবার সুযোগ করে দেয়ায় জাতিসংঘ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘দ্যা শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ ঘোষণা করায় এই আনন্দ র্যালী বের করা হয়। রোববার সকালে মির্জাপুর উপজেলা কমিউনিটি ক্লিনিক পরিবার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এই র্যালী করা হয়।
র্যালীটি উপজেলা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে মুক্তির মঞ্চে গিয়ে শেষ হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম প্রমুখ।
No comments