বাসাইলে মহান মে দিবস পালন
নিজস্ব প্রতিবেদক : ‘দুনিয়ার মজদুর এক হও, এক হও’ এই স্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলের বাসাইলে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ মে ) সকালে উপজেলা শ্রমিক ফেডারেশনের আয়োজনে র্যালি অনুষ্ঠিত হয়।র্যালিটি বাসাইল বাসস্ট্যান্ড থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাসাইল-সখীপুরের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।
এসময় উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি ও পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ, উপজেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন আলাল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম, বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেলসহ উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে শ্রমিকরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহীদ মিনার চত্বরে মিলিত হয়।
বাসাইলসংবাদ, ০১ মে, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন
No comments