ভারতে সিরিজ জিতলো বাংলাদেশের স্কুল ক্রিকেট দল
টাঙ্গাইল টাইমস:
প্রথম তিন দিনের ম্যাচে ১৭৪ রানের বড় জয়। আর দ্বিতীয় তিন দিনের ম্যাচটি নিস্পত্তি হয়েছে ড্র’তে। তাতে মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে প্রাইম ব্যাংক-বিসিবি অনূর্ধ্ব-১৬ কম্বাইন্ড স্কুল দল।
টস জিতে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে মুম্বাই ২১৪ রানে অলআউট হয়। মুম্বাইয়ের হয়ে রাজা মির্জা ৫৬ ও অনিকেট সিং ৪৮ রান করেন। শেখ ইমতিয়াজ শিহাব বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন। এ ছাড়া ২টি করে উইকেট নেন শামিমুল ইসলাম ও মোহাম্মদ সবুজ।
জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশের স্কুলের ক্রিকেটাররা ২৩৪ রানে অলআউট হয়। ২১১ বল খেলে সর্বোচ্চ ১০৩ রান করেন কালাম সিদ্দিকি। এ ছাড়া রিফাত বেগের ব্যাট থেকে আসে ৪৫ রান।
২৩ রানে পিছিয়ে থেকে মুম্বাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে রানের পাহাড় গড়ে। তারা থামে ৩৩৫ রান করে। তাদের দ্বিতীয় ইনিংস শেষ হতেই ম্যাচটি ড্র ঘোষণা করা হয়।
সর্বোচ্চ ১১৩ রান করেন প্রতীক যাদব। এ ছাড়া ৯০ রান করেন আয়ূস ভার্তক। দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি শিহাব। তিনি নেন ৪ উইকেট।
টাঙ্গাইলটাইমস/এমএকিউ
নিউজটি শেয়ার করুন
No comments