সংবাদ প্রকাশের পর ভাতা কার্ড পেলেন বাসাইলের সেই বৃদ্ধা - TangailTimes24
বৃহস্পতিবার, জানুয়ারি 9 এবং বাংলা
  • সংবাদ শিরোনাম

    সংবাদ প্রকাশের পর ভাতা কার্ড পেলেন বাসাইলের সেই বৃদ্ধা

    Ad_al_hera60_jpg

    মোঃমিলন ইসলাম:

    বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রকাশের পর অবশেষে বয়স্ক ভাতার কার্ড পেলেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার সদর ইউনিয়নের মিরিকপুর গ্রামের মৃত মুছিরাম রাজবংশীর স্ত্রী মরনী রাজবংশী (৯৪)।
    tangail%20times18-5-2023-3
    ১১ মে দৈনিক ঢাকা প্রতিদিনে  ‘আর কত বয়স হলে ভাতার কার্ড পাব আমি?’শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে আসে।

    বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া আক্তার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে-ই-লায়লা নজরে সংবাদটি আসলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এর ফলে বৃদ্ধা মরনী রাজবংশীর বয়স্ক ভাতার কার্ড করে দেন তাঁরা।

    বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে মরনী রাজবংশীর নিজ বাড়ি মিরিকপুর গিয়ে বয়স্ক ভাতার কার্ড তুলে দেন ইউএনও পাপিয়া আক্তার।

    এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে-ই-লায়লা,সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গৌরাঙ্গ সূত্রধর,সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন,সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য শুভঙ্কর সূত্রধর সহ প্রমুখ।

    মরনী রাজবংশী বলেন,এই বয়সে এসে ভাতার কার্ড  পাবো কল্পনাও করতে পারি নাই।আমি ভাতার কার্ড পেয়ে অনেক খুশি হয়েছি।ভাতার কার্ডের টাকা দিয়ে আমি ঠিক মতো ঔষধ খেতে পারব।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার বলেন,বয়স্ক মরনী রাজবংশীর বিষয়টি অনলাইন ও পত্রিকার মাধ্যমে জানতে পেরে  দ্রুত উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে তার বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করেছি।শেষ তিন বছর ধরে কোনো বয়স্ক ভাতার কার্ড আসতেছে না।কেউ যদি মারা যায় তাহলে আমরা প্রতিস্থাপন করতে পারি।

    টাঙ্গাইলটাইমস/এমএকিউ

    নিউজটি শেয়ার করুন



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad