মির্জাপুরে কৃষক কৃষাণীদের নিয়ে মাঠ দিবস
মো. জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর :
টাঙ্গাইলের মির্জাপুরে কৃষক কৃষাণীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল (সবজি) উৎপাদন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদরের বাওয়ার কুমারজানী গ্রামে এই মাঠ দিবসের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন। উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন মির্জাপুর পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর রওশনারা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উজ্জ্বল হোসেন প্রমুখ। মাঠ দিবস উপলক্ষে ২৫ জন কৃষক কৃষাণীকে প্রশিক্ষণ প্রদান করে স্থানীয় কৃষি বিভাগ।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ৩ কৃষাণীর হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন।
No comments