মির্জাপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত
মো. জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর
টাঙ্গাইলের মির্জাপুরে লিফলেট বিতরণ, র্যালি আলোচনা সভার মাধ্য দিয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিন শেষে মুক্তির মঞ্চে গিয়ে শেষ হয়। তামাক সস্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে ইউএনও লিফলেট বিতরন করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে বক্তৃতা কেেরন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কানিজ আক্তার চৌধুরী প্রমুখ।
No comments