সখীপুরে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে)'র কর্মশালা অনুষ্ঠিত
তাইবুর রহমান: টাঙ্গাইলের সখীপুরে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) এর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৮ মে) সকাল ১১ টায় উপজেলার ৮ নম্বর বহুরিয়া ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয় ।
" চিকিৎসা নিয়ে চিন্তার শেষ,
স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ" ।
এই স্লোগান কে প্রতিপাদ্য করে বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এর উদ্যোগে সুশীলনের প্রচার সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
এস এস কে এর কার্ড গ্রহণ করুন বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিন।
এই কার্ডের মাধ্যমে ৫০ হাজার টাকার চিকিৎসা সেবা গ্রহণ করা যায় । ১১০টি রোগীর বেনিফিট প্যাকেজ বা চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে।
টাঙ্গাইল জেলার প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসএসকের একটি নিজস্ব বুথ রয়েছে। এখানে প্রয়োজনীয় পরামর্শ, বিনামূল্যে ওষুধ দেওয়া হয়ে থাকে। এছাড়াও ঢাকার দুই সিটিকর্পোরেশন বরিশাল, বরগুনা, মানিকগঞ্জ, লক্ষ্মীপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলায় এই এসএসকের কার্যক্রম রয়েছে ।
এ কর্মশালায় সভাপতিত্ব করেন বহুরিয়া ইউনিয়ন পরিষদ সচিব মোঃ আক্কাস আলী।
এ সময বক্তব্য উপস্থাপন করেন সুশীলন এর জেলা ম্যানেজার মুসা বিশ্বাস সখীপর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি তাইবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন বহুরিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য বৃন্দ, সকল সাধারণ ওয়ার্ড এর ইউপি সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
No comments