দেলদুয়ারে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল দিনমুজুরের
মাসুদ রানা,দেলদুয়ার:
টাঙ্গাইলের দেলদুযার উপজেলার দেলদুয়ার - লাউহাটি সড়কে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শাহীন মিয়া (৪২) নামের এক দিনমুজুরের।
ঘটনাটি ঘটেছে ১১মে বৃহস্পতিবার
দুপুরে লাউহাটি বাজার এলাকায়। নিহত শাহীন মিয়া লাউহাটী ইউনিয়নের
স্বল্পলাড়ুগ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষ দর্শীরা জানান, বেলা
১২টার সময় বাজার থেকে বাড়ী ফেরার সময় দেলদুয়ার- লাউহাটি সড়কে লাউহাটি
বাজার এলাকায় পৌঁছাতেই একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে পাশে থাকা
স্থীরএকটি ট্রাকের সাথে আঘাত পেয়ে রাস্তায় পড়ে যায় । এ সময় স্থানীয়
লোকজন তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এদিকে শাহীন মিয়া তার পরিবারে
একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি ছিলেন। তার মৃত্যুতে পরিবারটিতে নেমেছে
শোকের ছায়া।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান
শাহীন মোহাম্মদ খান বলেন,ঘটনাটি আমি শুনেছি। একটি ছেলে ইজিবাইকের ধাক্কায়
মারা গেছে। এ ব্যাপারে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন
মৃধা বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত
শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
টাঙ্গাইলটাইমস/এমএকিউ
নিউজটি শেয়ার করুন
No comments