প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে টাঙ্গাইলে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে টাঙ্গাইলে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

     রাইসুল ইসলাম লিটন :

    জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বীরমুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার (২৫ মে) সকালে মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

    প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে টাঙ্গাইলে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
     মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক, সখীপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীরবিক্রম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জাহাঙ্গীর তালুকদার প্রমুখ। এ সময় বিভিন্ন উপজেলা থেকে আগত বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।


    প্রসঙ্গত, গত শুক্রবার(১৯ মে) রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে বিএনপির একটি সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রীকে কবরে পাঠানোর হুমকি দেন।

     

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728