ধনবাড়ীতে নারী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    ধনবাড়ীতে নারী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

    ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ধনবাড়ী উপজেলায় শুরু হয়েছে নারী ফুটবল প্রশিক্ষণ। রোববার বিকেলে পাইস্কা উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান মো. হারুনার রশিদ হীরা। 

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মাসউদুল আলম উজ্জ্বল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আসলাম হোসাইন। 

    ধনবাড়ীতে নারী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

    পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪০ জন খেলোয়াড় ১৫ দিনের এই প্রশিক্ষণে অংশ নেবেন। কোচের দায়িত্ব পালন করবেন মো. জহিরুল ইসলাম মিলন। ২০১৯ খ্রিষ্টাব্দ থেকে ধনবাড়ী উপজেলায় নিজেরা করি সংস্থার হাত ধরেই নারী ফুটবলের যাত্রা। এর ধারাবাহিকতায় ২০২২ খ্রিষ্টাব্দে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে  (অনূর্ধ্ব-১৭) টাঙ্গাইল জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ধনবাড়ী উপজেলা। তাদের এই সাফল্য আরো এগিয়ে নিতে টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণের আয়োজনের বিষয়ে জানান টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার আল-আমিন। ভবিষ্যতে এই অঞ্চল থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728