কালিহাতীতে হেরোইনসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    কালিহাতীতে হেরোইনসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার

    টাঙ্গাইল টাইমস:

    কালিহাতীতে হেরোইনসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার

    টাঙ্গাইলের কালিহাতীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৫ লাখ টাকার হেরোইনসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

    রোববার বিকেলে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন মোঃ আবুল হাসেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

    প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সাড়ের তিনটার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর পাশ থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৪৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩৫ লাখ টাকা। গ্রেফতারকৃতরা হলো- কালিহাতী উপজেলার চর হামজানি গ্রামের মৃত রহিজ উদ্দিনের ছেলে মো: খাদেমুল ইসলাম (৬০) ও সিরাজগঞ্জ জেলার ৯নং কালিয়া হরিপুর এলাকার চরবনবাড়ীয়া গ্রামের মৃত জয়নুল আবেদীনের ছেলে মো: আব্দুল রশিদ পল্টু (৫০)।

    র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

     

    টাঙ্গাইলটাইমস/এমএকিউ

    নিউজটি শেয়ার করুন

     

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728