কালিহাতীতে ক্যান্সার রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
রাইসুল ইসলাম লিটন: টাঙ্গাইলের কালিহাতীতে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালেসেমিয়া রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে
বুধবার (২৪ মে) বিকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৩ জন রোগীর মাঝে প্রতিজনকে ৫০ হাজার টাকা করে মোট ৬ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন।
No comments