সখীপুর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি - শাকিল আনোয়ার, সম্পাদক-সাজ্জাত লতিফ
সখীপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত
হয়েছেন দৈনিক কালের কন্ঠের সখীপুর প্রতিনিধি শাকিল আনোয়ার ও সাধারণ সম্পাদক
পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায় দিনের সখীপুর প্রতিনিধি সাজ্জাত লতিফ।
এছাড়া সহ-সভাপতি পদে তাইবুর রহমান ও মতিউর রহমান। যুগ্ম সম্পাদক জুলহাস
গায়েন ও জুয়েল রানা। অর্থ সম্পাদক পদে মাহমুদুল হাসান রিমন নির্বাচিত
হয়েছেন। এর আগে সাহিত্য ও ক্রিড়া সম্পাদক পদে শরীফুল ইসলাম বাবুল ও দপ্তর
সম্পাদক পদে মোস্তফা কামাল বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
এতে প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্বে ছিলেন হাতিয়া ডিগ্রি কলেজের
অধ্যক্ষ রহিজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি
জাফর আহমেদ। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি নাসির উদ্দিন,
মানবজমিনের জেলা প্রতিনিধি আতিকুর রহমান প্রমুখ।
এ
সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা আওয়ামী
লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয়, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ
আজাদ উপস্থিত ছিলেন ।
No comments