টাঙ্গাইলে দোকান ফিরে পেতে ব্যবসায়ীদের মানববন্ধন - TangailTimes24
শুক্রবার, জানুয়ারি 10 এবং বাংলা
  • সংবাদ শিরোনাম

    টাঙ্গাইলে দোকান ফিরে পেতে ব্যবসায়ীদের মানববন্ধন

    Ad_al_hera60_jpg
    টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে মার্কেটে দোকান ফিরে পেতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সমবায় মার্কেটের সাবেক ব্যবসায়ীরা। সোমবার দুপুরে মার্কেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

    এতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মো. সাইফুল ইসলাম, মতিউর রহমান, দেলোয়ার হোসেন, বসির আহমেদ প্রমুখ।
    105

    বক্তারা বলেন, ১৯৮২ সালে ৩৫ হাজার টাকার বিনিময়ে আমরা সমবায় ব্যাংকের কাছ থেকে দোকানের পজিশন ক্রয় করি। দলিলের শর্ত ভঙ্গ করে সন্ত্রাসী কায়দায় কুদরত-ই-এলাহী মার্কেট ভাঙে। কিন্তু মার্কেটের সাবেক সভাপতি কুদরত ই এলাহী খান আমাদের পুরাতন ব্যবসায়ীদের একটি দোকানও দেননি। তিনি মামলায় হেরে যাওয়ার পরও তিনি মিষ্টি বিতরণ করেন। দোকানের চিন্তায় ১৭ জন ব্যবসায়ী মারা গেছে। যারা দোকান পাননি তাদের অনেকে ফুটপাতে দোকান করছে, কেউ রিকশা চালায় আবার কেউ ভ্যান।

     নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে  মামলার প্রতিটি রায় আমাদের পক্ষে এসেছে। তারপরও আমরা এখন নিরুপায়। কুদরত-ই-এলাহী এই ব্যাংকের কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। আমরা তার বিচার দাবি করছি।

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad