বাসাইলে দুস্থ মহিলাদের মাঝে বিনামূল্যে ঠিকানা'র ছাগল বিতরণ - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে দুস্থ মহিলাদের মাঝে বিনামূল্যে ঠিকানা'র ছাগল বিতরণ

    টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সহায়ক সংস্থা 'ঠিকানা'র উদ্যােগে অসহায়, বিধবা ও দুস্থ মহিলাদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। রবিবার (১৪ মে) বিকেলে

    উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে 'ঠিকানা'র এক হাজার দুস্থ পরিবারকে স্বাবলম্বীকরণ প্রকল্প' বাস্তবায়নের লক্ষ্যে ৫ম দফায় ৩৫টি পরিবারকে ছাগল বিতরণ করা হয়। 

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

    ঠিকানা'র প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এ জেড এম সাদেকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার, বীর মুক্তিযোদ্ধা পদ্মা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর-ই- লায়লা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাহেদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, ড. জুলহাস মিয়া, ডা. আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন 'ঠিকানা'র প্রধান নির্বাহী মাছুদুজ্জামান রোমেল। অনুষ্ঠানে ছাগল ছাড়াও একাধিক অসহায় ব্যক্তির মাঝে নগদ টাকা ও মেলাই মেশিন বিতরণ করা হয়।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728