কালিহাতীতে ২০ কেজি গাঁজা উদ্ধার, পিকআপ জব্দ
রাইসুল ইসলাম লিটন:
ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার শোলাকুড়া এলাকা থেকে
গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ২০ কেজি গাঁজাসহ একটি পিকআপ জব্দ
করেছে।শুক্রবার( ২৬ মে) কালিহাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
টাঙ্গাইল
গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ডিবি দক্ষিণ) হেলাল উদ্দিন জানান,গোপন
সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে এস আই রায়েজ উদ্দিনের নেতৃত্বে একদল
একদল ডিবি পুলিশ ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার শোলাকুড়া
এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় ডিবি পুলিশের উপস্থিতি
টের পেয়ে মাদক পাচারকারীরা একটি পিকআপ রেখে পালিয়ে যায়।ডিবি পুলিশের দল ওই
পিকআপে তল্লাশী চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার এবং
পিকআপটি জব্দ করে।এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের এস আই রায়েজ উদ্দিন বাদী
হয়ে শুক্রবার সকালে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা
দায়ের করেছেন।
No comments