নেইমারকে বাদ দিয়েই ব্রাজিল দল ঘোষণা! থাকছে কে দেখুন ?
নিজস্ব প্রতিবেদক:
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন গিনি ও সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য নেইমারকে বাদ দিয়ে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। অস্ত্রোপচারের পর পুরোপুরি সুস্থ না হওয়ায় দলে জায়গা পাননি ব্রাজিলিয়ান পোস্টার বয়।
নেইমার ছাড়াও বিশ্বকাপে খেলা অ্যান্থনি, রাফিনহা, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্টিনেলির মতো তারকারা এই দলে জায়গা পাননি। তবে অস্থায়ী কোচ র্যামন মেনেজেসের দলে নতুন পাঁচ খেলোয়াড় সুযোগ পেয়েছেন। দলে সুযোগ পেয়েছেন আয়রটন লুকাস, ম্যালকম, ভ্যান্ডারসন, জোলিন্টন ও নিনো।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) লা লিগায় বর্ণবাদের প্রতি ভিনিসিয়াসের সমর্থনের প্রতিবাদে দুই আফ্রিকান দেশের মধ্যে একটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে।
ভিনিসিয়াস-রদ্রিগোরা 17 জুন গিনির বিপক্ষে খেলবে। 20 জুন সেনেগালের মুখোমুখি হবে সেনেগাল।
এদিকে কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর সেলেকাও ছেড়েছেন তিতে। পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনও স্থায়ী কোচ পায়নি দলটি। এই দুই ম্যাচে ব্রাজিলিয়ানদের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেবেন র্যামন মেনেজেস।
23 সদস্যের ব্রাজিল স্কোয়াড
গোলরক্ষক: অ্যালিসন, এডারসন, এভারটন।
ডিফেন্ডার: ইবানেজ, মিলিতাও, মারিনজোস, নিনো, ড্যানিলো, ভেন্ডারসন, অ্যালেক্স টেলস, আইরটন লুকাস।
মিডফিল্ডার: আন্দ্রে, গুইমারেস, কাসেমিরো, জুলিয়েটন।
ফরোয়ার্ড: লুকাস পাকেটা, ম্যালকম, পেড্রো, রাফায়েল ভেইগা, রিচার্লিসন, রদ্রিগো, রনি, ভিনিসিয়াস।
No comments