সখীপুরে চাঞ্চল্যকর ইসমাইল হত্যার অভিযোগে দুই ভাই আটক
রাইসুল ইসলাম লিটন: টাঙ্গাইলের সখীপুর জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ইসমাইল হোসেন মোল্লাকে হত্যার ঘটনায় বুধবার(১৭ মে) দুই ভাইকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-১৪)। র্যাব-১৪ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
আটককৃতরা হচ্ছেন- সখীপুর উপজেলার
কালোমেঘা মধ্যপাড়া গ্রামের মৃত জালাল মোল্লার ছেলে জাকারিয়া মোল্লা(৩২) ও
এনামুল মোল্লা(৩০)। তাদেরকে ঢাকা মহানগরের খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকা
থেকে আটক করা হয়।
র্যাব-১৪ জানায়, গোপনে খবর পেয়ে
সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন
মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে একদল র্যাব সদস্য ঢাকা মহানগরের ক্ষিলখেতের
নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের দুই ভাইকে আটক করে। র্যাব সদস্যরা
ইতোপূর্বে ওই হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আজিজুল হক মোল্লাকে আটক
করে।
প্রকাশ, সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের
কালমেঘা সিন্দুরিয়া গ্রামের ইসমাইল হোসেন মোল্লার সঙ্গে মো. আজিজুল হক
মোল্লা ও তোফাজ্জল হোসেন মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।
গত ১৪ মে(রোববার) জমিটি প্রতিপক্ষরা দখলের চেষ্টা করে। বাধা দিতে গেলে
ইসমাইল হোসেন মোল্লার উপর হামলা করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে
মৃত ঘোষণা করে। ওই ঘটনায় ইসমাইল হোসেন মোল্লার ছেলে মো. মামুন মোল্লা বাদি
হয়ে সখিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
No comments