দক্ষিন আফ্রিকায় মির্জাপুরের নাসিরকে গুলি করে হত্যা - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    দক্ষিন আফ্রিকায় মির্জাপুরের নাসিরকে গুলি করে হত্যা

    মো. জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর:

    টাঙ্গাইলের মির্জাপুরের নাসির হোসেন (৩২) নামের এক যুবক দাক্ষিন আফ্রিকায় খুঁন হয়েছে। 

    দক্ষিন আফ্রিকায় মির্জাপুরের নাসিরকে গুলি করে হত্যা

    মঙ্গলবার রাতে আফ্রিকা নাটালেজুলু নংগমা শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের কাছে সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন। নাসির হোসেন এ উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের নুরু মাতাব্বরের ছেলে। জানা গেছে, জীবিরকা খোঁজে দীর্ঘ এক যুগ আগে নাসির দক্ষিন আফ্রিকায় পারি জামান। 

    সেখানে নাটালেজুলু নংগমা শহরে নিজে ব্যবসা করতেন। মঙ্গলবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ব্যক্তিগত গাড়ী নিয়ে বাসায় যাওয়ার সময় সন্ত্রাসীরা তার মাথা লক্ষ করে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নুরু মাতাব্বরের পাঁচ ছেলের মধ্যে নাসির হোসেন সবার ছোট। 

    তার মরদেহ ২/৩ দিনের মধ্যে দেশে আসবে বলে তার আত্মীয় ওই ইউনিয়নের পাঁচগাও গ্রামের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব আলী জানিয়েছেন। তিনি আরও জানান, তারা তিন ভাই দক্ষিন আফ্রিকায় ব্যবসা করতেন। এরমধ্যে নাসিরের বড় ভাই আবুল হোসেন গত বছর স্ট্রোক করে আফ্রিকায় মারা যান। বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন দেওহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728