মির্জাপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মো. জাহাঙ্গীর হোসেন:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা বিএনপি নেতা আবু সাঈদ চাদের শাস্তির দাবিতে টাঙ্গাইলের মির্জাপুরে মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছে। সোমবার সকালে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ড কাউন্সিলের আয়োজনে এই কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন চলাকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাসের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহামুদ, সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন মনি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জহিরুল হক, বীর মুক্তিযোদ্ধা আম্বার আলী খান, আলাউদ্দিন আল আজাদ, শাজাহান সিরাজ প্রমুখ।
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক আবু সাঈদ চাদ এবং তার ইন্দনদাতাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
No comments