৯ বছর পর টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সম্মেলন
রাইসুল ইসলাম লিটন :
দীর্ঘ ৯ বছর পর টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার (২৭ মে)। টাঙ্গাইলে আওয়ামী যুবলীগের সম্মেলনকে ঘিরে সাজ সাজ রব বিরাজ করছে। বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়ক, শহরের প্রধান প্রধান সড়কসহ গুরত্বপূর্ণ প্রতিটি স্থানে তোরণ, বিলবোর্ড, ব্যানারসহ প্রচারণার বিভিন্ন কৌশলে নেতাকর্মীরা প্রার্থীতা জানান দিচ্ছেন। এছাড়া বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরেও সম্ভাব্য পদপ্রত্যাশিরা পোস্টার সাটিয়েছেন।
শনিবারের সম্মেলন উপলক্ষে শুক্রবার (২৬ মে) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় ও জেলার নেতারা বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় সম্মেলনের বিষয়ে বিস্তারিত বিষয় তুলে ধরা হয়।
সভায় জানানো হয়- টাঙ্গাইল শহরের
শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত জেলা আওয়ামী যুবলীগের সম্মেলনের উদ্বোধন
করবেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান
অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী
ডক্টর মো. আব্দুর রাজ্জাক এমপি।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা
আজম এমপি, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামছুন নাহার চাপা, সাবেক
প্রতিমন্ত্রী তারানা হালিম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের
চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, আওয়ামী যুবলীগের সাধারণ
সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
মতবিনিময় সভায় জানানো হয়,
টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সভাপতি পদে ১০ জন ও সাধারণ সম্পাদক পদে ১১
জন প্রার্থী জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। এছাড়া সম্মেলনের আগে পদ
প্রত্যাশিরা প্রার্থীতা ঘোষণা করতে পারবেন।
সভাপতি পদে জীবন বৃত্তান্ত
জমা দেওয়া নেতারা হচ্ছেন- আবু সাইম তালুকদার বিপ্লব, বিজয় দে, মোহাম্মদ
গোলাম কিবরিয়া বড় মনি, মো. মাসুদ পারভেজ, মনিরুজ্জামান লিটন, মো.
মনিরুজ্জামান খান (মিন্টু), মো. মনিরুজ্জামান, মো. সাইফুল ইসলাম লাবলু,
খন্দকার কামরুল হাসান ও মেহেদী হাসান ফেরদৌস ইমু।
সাধারণ সম্পাদক পদে
জীবন বৃত্তান্ত জমা দেওয়া নেতারা হচ্ছেন- মো. মনির সিকদার, নাজমুল হাসান,
মো. রেজাউল করিম সাগর, মো. আব্দুল্লাহ আল রাকিব, মো. মোস্তাফিজুর রহমান
সোহেল, মো. মফিজুর রহমান মফিজ, ইসতিয়াক আহমেদ রাজীব, মো. আল মামুন, নূর
মোহাম্মদ সিকদার মানিক, মো. তানভীরুল ইসলাম হিমেল ও মীর সাব্বির। এছাড়া
সাধারণ সম্পাদক পদে সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল
মাহমুদের নামও শোনা যাচ্ছে।
মতবিনিময় সভায় আওয়ামী যুবলীগের সভাপতি
মন্ডলীর সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ জানান, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান
শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল পদ
প্রত্যাশিদের জীবন বৃত্তান্ত দেখে যাচাই-বাছাই করবেন। তারা সৎ, যোগ্য ও
ত্যাগীদের নেতৃত্বে আনবেন। যারা টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক
ভিতকে শক্তিশালী করবেন ও কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তকে বাস্তবায়ন করবেন
তারাই নেতৃত্বে আসবেন।
জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রেজাউর রহমান
চঞ্চলের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী
যুবলীগের সভাপতি মন্ডলীর জেষ্ঠ্য সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ, আওয়ামী
যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সৈকত জোয়ারদার, সাংগঠনিক
সম্পাদক জহির উদ্দিন খসরু, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, গ্রন্থনা ও
প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম মিল্টন, আইটি সম্পাদক শামছুল আলম অনিক,
সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ, উপ-দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা,
জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক প্রমুখ।
No comments