মির্জাপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপিত
জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর:
টাঙ্গাইলের মির্জাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা, অসুস্থ্যদের আর্থিক সহায়তা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামিমা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম প্রমুখ বক্তৃতা করেন।
অনুষ্ঠানে ১৩ জন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্তকে ৫০ হাজার টাকা করে ৬ লাখ ৫০ হাজার টাকা আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিল্পকলার শিশু শিল্পীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
No comments