কালিহাতীতে প্রধান মন্ত্রীর উপহার গৃহনির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন
রাইসুল ইসলাম লিটন :
ভূমি ও গৃহহীন পরিবারের বাসস্থান নিশ্চিতকল্পে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নির্মিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গৃহনির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক(উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাফিসা আক্তার।
সোমবার টাঙ্গাইলের কালিহাতী পৌরসভায় ৪র্থ পর্যায়ের মাঝিপাড়া আশ্রয়ণ প্রকল্পের গৃহনির্মাণ অগ্রগতি পরিদর্শন করেন তিনি।এসময় উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,মো.সেহাব উদ্দিন।
গৃহনির্মাণ কার্যক্রম পরিদর্শন করে কাজের গুণগত মান এর সন্তোষ প্রকাশ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাফিসা আক্তার।
এছাড়াও এ কাজের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
No comments