মির্জাপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    মির্জাপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

     মো. জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর:

    স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে ভ‚মি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২মে) সপ্তাহব্যাপি এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন।

    মির্জাপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

    উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আমিনুল ইসলাম বুলবুল। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পাল, সিনিয়র মৎস কর্মকর্তা শরিফুল হক আকন্দ, সমবায় কর্মকর্তা আমিনা পারভীন, সাবরেজিষ্টার উম্মে সালমা, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম, ভাওড়া ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান, লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি প্রমুখ।

    সেবা সপ্তাহ চলাকালে স্মার্ট ভূমি সেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারে সবার মাঝে সচেতনতা বাড়ানো হবে বলে সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন।




    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728