মির্জাপুরে কেন্দ্রে নকল সংরক্ষণের দায়ে শিক্ষকের ১ মাসের কারাদণ্ড - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    মির্জাপুরে কেন্দ্রে নকল সংরক্ষণের দায়ে শিক্ষকের ১ মাসের কারাদণ্ড

    টাঙ্গাইলের মির্জাপুরে পরীক্ষা কেন্দ্রে নকল সংরক্ষণের অপরাধে এক শিক্ষককে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

    রোববার (২১ মে) সকাল ১১টার সময় পৌরসদরের মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে হাতেনাতে নকলসহ আটক করা হয়।


    কারাদণ্ডপ্রাপ্ত উপজেলার হাট ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও কুড়ালিয়া গ্রামের আজিজুর রহমানের ছেলে আফিকুর রহমান (৪০) বলে জানা গেছে।

    এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল জানান, ভ্রাম্যমাণ আদালতের আইনানুযায়ী তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এরপর তাকে পুলিশের মাধ্যমে দুপুরে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728