মির্জাপুরে রাস্তা পারাপারের সময় সেনা সদস্য নিহত - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    মির্জাপুরে রাস্তা পারাপারের সময় সেনা সদস্য নিহত

    মির্জাপুর প্রতিনিধি:

    টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় নুরুল ইসলাম (৭৫) নামের সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন।


    মির্জাপুরে রাস্তা পারাপারের সময় সেনা সদস্য নিহত


    শনিবার (৬ মে) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পাকুল্যা বাস স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।


    নিহত নুরুল ইসলাম টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বারপাখিয়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে।


    পুলিশ জানায়, সকাল সাড়ে সাতটার দিকে নুরুল ইসলাম বাড়ি থেকে পাকুল্যা আসেন। পাকুল্যা বাস স্টেশনে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।


    গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোল্লা টুটুল জানান, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728