মধুপুরে সড়ক দূর্ঘটনায় দিনমজুরের মৃত্যু
মধুপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে অজ্ঞাত বাসের ধাক্কায় সোহরাব আলী (৫০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ মে) সকালে উপজেলার পচিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোহরাব আলী মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের আকলিয়াবাড়ী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বুধবার সকালের দিকে সোহরাব আলী বাইসাইকেলযোগে টেলকি যাচ্ছিলেন।পথে পচিশমাইল এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি বাস সাইকেলসহ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সোহরাব আলীর মৃত্যু হয়।পরে স্থানীয় লোকজন মরদেহটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মধুপুর থানার ওসি মোহাম্মদ মাজহারুল আমিন, স্থানীয়দের মাধ্যমে জানতে পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
No comments